২৮-২৯ এপ্রিল অনুষ্ঠিত হল এআইকেকেএমএস-এর কর্ণাটক রাজ্য দ্বিতীয় রাজ্য সম্মেলন। ধারওয়াড় শহরে অনুষ্ঠিত এই সম্মেলনের প্রকাশ্য অধিবেশন হয় ২৮ এপ্রিল। সম্মেলন উদ্বোধন করেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব রামচন্দ্রাপ্পা। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি সত্যবান। তিনি তাঁর ভাষণে বলেন সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের শিক্ষায় এআইকেকেএমএস দেশের বুকে বৃহত্তর কৃষক সংগ্রাম গড়ে তোলার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দিল্লির ঐতিহাসিক কৃষক সংগ্রামেও আমাদের ভূমিকা গৌরবোজ্জ্বল। এই ভূমিকার প্রতি একনিষ্ঠ থেকে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। প্রকাশ্য সমাবেশে প্রায় তিন হাজারের উপর কৃষক খেতমজুর অংশগ্রহণ করেন।
প্রতিনিধি সম্মেলনে আলোচনায় অংশগ্রহণ করেন ৭৫ জন প্রতিনিধি। তাঁরা রাজ্যের কৃষক জীবনের নানা সমস্যার কথা তুলে ধরে আন্দোলন গড়ে তোলার শপথ গ্রহণ করেন। তাঁদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষ। সম্মেলনে কমরেড দিবাকরকে সভাপতি ও কমরেড শশীধরকে সম্পাদক করে ৩৭ জনের রাজ্য কমিটি গঠন করা হয়।