সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস–জেডি (এস)–এর সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সংখ্যালঘু বিজেপিকে ক্ষমতায় বসানোর জন্য কেন্দ্রের বিজেপি সরকার অত্যন্ত অগণতান্ত্রিক ভাবে এমনকী আদালতের রায় অমান্য করে রাজ্যপালের ক্ষমতার অপব্যবহার করেছে৷
এর তীব্র নিন্দা করে এসইউসিআই(সি)–র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৭ মে এক বিবৃতিতে বলেন, এর ফলে ব্যাপকভাবে এমএলএ কেনাবেচার সুযোগ করে দেওয়া হল৷ ফ্যাসিস্ট কায়দায় ক্ষমতা দখলের এই অপচেষ্টা প্রতিরোধে অবিলম্বে সমস্ত বাম–গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলা দরকার৷ যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করতে পারে, তাদেরই আমন্ত্রণ জানানো উচিত৷
(৭০ বর্ষ ৪০ সংখ্যা ২৫ মে, ২০১৮)