সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও কর্ণাটকে সরকার গঠন করা নিয়ে বিজেপি যে চূড়ান্ত অনৈতিক কাজ করেছে তা গণতন্ত্রের উপর মারাত্মক আক্রমণ৷ এর প্রতিবাদে ১৮ মে এস ইউ সি আই (সি) বাঙ্গালোরে ‘সেভ ডেমোক্রেসি’ স্লোগান তুলে বিক্ষোভ দেখায়৷ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কর্ণাটক রাজ্য কমিটির সম্পাদক কমরেড কে রাধাকৃষ্ণ বিক্ষোভ সভায় বলেন, কংগ্রেস–জেডি (এস) পর্যাপ্ত সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের দাবি জানালেও কেন্দ্রীয় সরকার রাজ্যপালের পদকে অপব্যবহার করে বিজেপিকে সরকার গঠন করার জন্য আহ্বান জানায়– যা অত্যন্ত অগণতান্ত্রিক৷
তিনি আরও বলেন, গোয়া, মণিপুর এবং মেঘালয়ে একক বৃহত্তম দল হিসাবে কংগ্রেসকে সরকার গঠনের জন্য সুযোগ না দিয়ে নির্বাচন পরবর্তী জোট, যার শরিক বিজেপি–তাকে সরকার গঠনের জন্য সুযোগ দেওয়া হয়েছে৷ কিন্তু কর্ণাটকে নির্বাচনোত্তর জোট কংগ্রেস–জেডি (এস)কে সেই সুযোগ দেওয়া হল না৷ একই ঘটনায় একই আইনের ভিন্ন প্রয়োগ গণতন্ত্রের মূলনীতির বিরোধী এবং নির্লজ্জ ক্ষমতালালসারই উৎকট প্রকাশ৷ কর্ণাটক রাজ্যপালের এই অগণতান্ত্রিক ভূমিকা বিদ্যমান আইন ও রীতিনীতির সম্পূর্ণ বিপরীত এবং এর মধ্য দিয়ে কোটি কোটি টাকা ঘুষের মাধ্যমে এম এল এ কেনা–বেচার অনৈতিক দরজা খুলে দেওয়া হল৷ এর বিরুদ্ধে সারা দেশের মানুষের প্রতিবাদকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এটা কংগ্রেস ও জেডি(এস)–এর প্রতি সমর্থন নয়, আমরা সমবেত হয়েছি গণতন্ত্রকে বাঁচানোর জন্য ৷
(৭০ বর্ষ ৪০ সংখ্যা ২৫ মে, ২০১৮)