জলপাইগুড়ি : ১৯–২০ জানুয়ারি জলপাইগুড়ি জেলা ‘কমসোমল শিবির’ অনুষ্ঠিত হয় ময়নাগুড়িতে৷ প্রথম দিন আউট ডোর ক্যাম্প অনুষ্ঠিত হয় রামশাই এলাকায়৷ ওই দিন রাত্রে ও দ্বিতীয় দিন ইনডোর ক্যাম্প অনুষ্ঠিত হয় ময়নাগুড়িতে৷ শিবিরে উপস্থিত ছিলেন এস ইউ সি আই (সি) জলপাইগুড়ি জেলা সম্পাদক কমরেড তপন ভৌমিক, ময়নাগুড়ি লোকাল ইনচার্জ ও জেলা কমিটির সদস্য কমরেড সুরেশ রায়, জেলা কমিটির সদস্য কমরেড সুজিত ঘোষ৷
পূর্ব মেদিনীপুর : কিশোর কমিউনিস্ট সংগঠন ‘কমসোমল’–এর পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে ১২–১৩ জানুয়ারি মেচেদা এবং ঘাটশিলায় কিশোরদের শিবির অনুষ্ঠিত হয়৷
১২ জানুয়ারি মেচেদার বিদ্যাসাগর স্মৃতি ভবনের রোকেয়া হলে রবীন্দ্রনাথের ‘ধর্মমোহ’ ও নজরুলের ‘কিশোর স্বপ্ন’ কবিতা দু’টি সম্পর্কে কিশোর–কিশোরীরা আলোচনায় অংশ নেয়৷ সামগ্রিকভাবে আলোচনা করেন কমসোমলের রাজ্য ইনচার্জ কমরেড সপ্তর্ষি রায়চৌধুরী৷ কিশোর মনে সোস্যাল মিডিয়ার প্রভাব সম্পর্কে আলোচনা করেন শিশু বিশেষজ্ঞ ডাঃ ভবানীশংকর দাস৷
১৩ জানুয়ারি সকালে ঘাটশিলায় মার্কসবাদ–লেনিনবাদ শিবদাস ঘোষের চিন্তাধারা অনুশীলন কেন্দ্রে কমরেড শিবদাস ঘোষের পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে ওই দিনের শিবির উদ্বোধন করেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক কমরেড অনুরূপা দাস৷ দু’দিনের শিবিরে মনীষী চর্চা সহ ব্যায়াম ও খেলাধূলার কর্মসূচিও ছিল৷