‘এসো নাটক শিখি’ আহ্বান নিয়ে ১৫ জুলাই টাকি হাই স্কুলে অনুষ্ঠিত হল কমসোমলের নাট্য কর্মশালা৷ এতে ৫০ জনেরও বেশি শিশু–কিশোর অংশ নেয়৷ এরা সকলেই ৩ জুনের কলকাতা জেলা শিশু–কিশোর উৎসবে নাটক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল৷ সমাজের ভাল–মন্দ নাটকের মধ্য দিয়ে সকলের সামনে তুলে ধরা ও তার জন্য অভিনয় পারদর্শিতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়৷ শুরুতে আলোচনা করেন নাট্য–সমালোচক স্বস্তিনাথ শাস্ত্রী৷
কর্মশালায় ঋত্বিকা পাল খেলার ছলে এমনভাবে অভিনয় শেখান যে শিশু–কিশোররা স্বতঃস্ফূর্তভাবে একের পর এক তাৎক্ষণিক নাটক পরিবেশন করে৷ সামগ্রিকভাবে এই নাটকের কর্মশালাটি পরিচালনা করেন নাট্যকার পীযূষ পাল৷ কর্মশালায় এসইউসিআই (সি)–র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড চিররঞ্জন চক্রবর্তী বলেন, ছোট থেকেই পড়াশুনার চাপে ও ইন্টারনেট–ভিডিও গেমের হাতছানিতে হারিয়ে যাচ্ছে সৃজনশীল প্রতিভা৷ নাটকের মতো সমবেত প্রচেষ্টাই পারে শিশু–কিশোর মনকে সুন্দর ও সুস্থ রাখতে৷
উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য কমরেড নভেন্দু পাল এবং কমসোমলের রাজ্য ইনচার্জ কমরেড সপ্তর্ষি রায়চৌধুরী৷
(৭০ বর্ষ ৪৯ সংখ্যা ২৭ জুলাই, ২০১৮)