পুরুলিয়া জেলার কাশীপুর লোকাল কমিটির কর্মী কমরেড সুফল বাউরী মাত্র কয়েকদিন অসুস্থ থাকার পর গত ৬ জুন সকাল দশটার সময় দইকেয়ারি গ্রামে নিজের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৪ বছর।
ষাটের দশকে কমরেড বাউরী কাশীপুর রাজার বেনাম জমি দখল আন্দোলনে সক্রিয় ভাবে অংশ নেন এবং ক্রমে এস ইউ সি আই (সি)-র কৃষক সংগঠন এআইকেকেএমএস-এর সংগঠক হিসেবে ভূমিকা পালন করতে থাকেন। এই আন্দোলনের নেতা ও দলের রাজ্য কমিটির সদস্য প্রয়াত কমরেড কেনারাম মণ্ডলের ঘনিষ্ঠ সান্নিধ্যে এসে কমরেড সুফল বাউরী সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের চিন্তার সংস্পর্শে আসেন ও দলের কাজ শুরু করেন। ক্রমে তিনি ওই এলাকার মানুষের অত্যন্ত আপনার জন হয়ে ওঠেন। জেলা ও আঞ্চলিক স্তরে গড়ে ওঠা বহু আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ছিলেন অত্যন্ত বড় মনের মানুষ। সংসারের প্রবল দুঃখ-দারিদ্র সত্ত্বেও দলের কাজকে অগ্রাধিকার দিয়েছেন। দলের আদর্শের প্রতি তাঁর ছিল অবিচল আস্থা ও নেতৃত্বের প্রতি ছিল আনুগত্য। তিনি তাঁর পরিবারের লোকজনকে দলের সাথে যুক্ত করেছেন। তাঁর মৃত্যুতে দল একজন নিষ্ঠাবান কর্মীকে হারালো।
কমরেড সুফল বাউরী লাল সেলাম