কমরেড রাধারমণ প্রামানিক এর জীবনাবসান

কলকাতা জেলায় দলের বেহালা পশ্চিম আঞ্চলিক কমিটির কর্মী কমরেড রাধারমণ প্রামানিক ৩ জুন দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। অনেক দেরিতে রোগ ধরা পড়ায় তাঁর চিকিৎসার বিশেষ সুযোগ পাওয়া যায়নি। বয়স হয়েছিল ৬১ বছর।

কমরেড রাধারমণ প্রামানিক বেহালা পিচমে দলের কর্মী কমরেড তাপস মাইতির মামা হিসাবে দলের কর্মীদের সংস্পর্শে এসে দলের একজন হয়ে ওঠেন। তিনি এলাকার সকল কর্মীরই ‘মামা’ হয়ে উঠেছিলেন। অত্যন্ত উদারমনা, স্নেহপরায়ণ রাধারমণ ছিলেন দলের এক নীরব কর্মী। যখন যে দায়িত্ব তাঁকে দেওয়া হত, তিনি তা পালনের চেষ্টা করতেন। দলের জন্য পরিশ্রমসাধ্য যে কোনও কাজে তিনি যুক্ত থাকতেন। দলের বাংলা মুখপত্র গণদাবী যখন সাপ্তাহিক হিসাবে ছাপা শুরু হল, সেই সময় প্রেসে তিনি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছিলেন। ফুল বিক্রির কাজ করতে করতেও তিনি ক্রেতাদের গণদাবীর গ্রাহক করেছেন। তাঁর সততা ও দলের কাজের প্রতি নিষ্ঠা দেখে বহু মানুষ তাঁকে ভালবাসতেন। তাঁর চরিত্রের এই বৈশিষ্ট্যের জন্য এলাকায় সাধারণ মানুষের মধ্যেও পার্টির প্রতি শ্রদ্ধা গড়ে ওঠে। মৃত্যুসংবাদ পাওয়ার পর দলের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা তাঁর বাড়িতে উপস্থিত হন এবং মাল্যদান করে শ্রদ্ধা জানান।

কমরেড রাধারমণ প্রামানিক লাল সেলাম

গণদাবী ৭৩ বর্ষ ৩৬ সংখ্যা