বাঁকুড়া জেলার ওন্দা থানার লোদনা অঞ্চলে মানখামার গ্রামের কর্মী কমরেড রমাকান্ত ব্যানার্জী ১৭ মে বিকালে বার্ধক্যজনিত কারণে নিজের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৭৯ বছর।
১৯৭৪ সালে দুর্গাপুরে চাকরিসূত্রে দলের সঙ্গে তাঁর যোগাযোগ গড়ে ওঠে। প্রয়াত কমরেড বাদশা খান ও বাঁকুড়ার বর্তমান জেলা সম্পাদক কমরেড জয়দেব পালের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রমাকান্ত ব্যানার্জীর। সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের আদর্শ অনেক মানুষের মধ্যে যাক, এই আকাঙক্ষা তাঁর ছিল। গণদাবী ও পার্টির পুস্তক পড়তেন ও অন্যদের পড়ার জন্য দিতেন। পায়ে হেঁটে যেতেন ৪-৫টি গ্রামে বৈঠক করার জন্য। কখনও নেতাদের ডাকতেন। বিশেষ বড় কোনও মিটিং জেলায় হলে তিনি উপস্থিত হতেন। জগদল্লা লোকাল কমিটির বিশেষ কর্মসূচিতেও আসতেন। পার্টি নেতা-কর্মীদের খোঁজ খবর নিতেন। মারা যাবার সাত দিন আগেও পার্টির কাজকর্ম বিষয়ে খোঁজ নিয়েছেন। দীর্ঘদিন ধরে দলের মধ্যেই ছিলেন। অনেক অভাব অনটন সত্ত্বেও দলকে ভালবেসেছেন। ওন্দা থানার মধ্যে তিনিই প্রথম এস ইউ সি আই (সি) দলে যোগ দেন।
কমরেড রমাকান্ত ব্যানার্জী লাল সেলাম