লালমাটিদেশজুড়ে থেমে গেল
তাঁর হাঁটাচলা
কাঁসাই নদীর পাড়ে আজ শোক শ্রান্ত,
অধীর উতলা৷
আদিবাসী মহিলার কোল থেকে
চেয়ে আছে শিশু
নরম দু’গালে তার
যেন কোনো ভেজা অভিমান
মা’র চোখে লেগে আছে
আলো হ’য়ে অজস্র কথা
মরদেহ ছুঁয়ে আছে
আনত ফুলের আঘ্রাণ…
– এটুকুই আসা গেল,
ও শোক ও ব্যথা, এই পথে
বাকিটুকু হেঁটে যেও,
যুদ্ধে কবুল ক’রো জান৷
এই সেই ভেসেথাকাস্রোত–ভাঙা
নীলকুঠিডাঙা
এখানে লালিত হতো
শত শত ফুল তাঁর হাতে
এখানে আগুন হতো
হারমানা চাষি ও মজুর
এ-আলোকে থেমে–যাওয়া
কখনও পারে না আটকাতে৷
সংগ্রামী চেতনার
দিগন্তজুড়ে তাঁর বাস
শ্রদ্ধায় বলে গেল
পুরুলিয়া জেলার আকাশ৷
(কমরেড প্রণতি ভট্টাচার্য স্মরণে জনৈক কমরেডের শ্রদ্ধার্ঘ্য)
(৭০ বর্ষ ৪৩ সংখ্যা ১৫জুন, ২০১৮)