ওয়াটার ক্যারিয়ার সুইপার কর্মচারীদের নদিয়া জেলা সম্মেলন

 

২৪ ফেব্রুয়ারি এ আই ইউ টি ইউ সি অনুমোদিত নদিয়া জেলা ওয়াটার ক্যারিয়ার সুইপার কর্মচারী ইউনিয়নের চতুর্থ সম্মেলন কৃষ্ণনগর কবি বিজয় পাল ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়৷ জেলার ১২টি ব্লকের  রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শতাধিক কর্মচারী এই সম্মেলনে প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন৷ সম্মেলন পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি গণেশ সরকার ও সুব্রত সেন৷

শুরুতে ৩৫ জন অবসরপ্রাপ্ত কর্মচারী সদস্যদের ইউনিয়নের পক্ষ থেকে মানপত্র ও উপহার তুলে দেওয়া হয়৷ কর্মচারীর স্বীকৃতি, শূন্য পদে নিয়োগ, পরিচয়পত্র প্রদান, ন্যূনতম ১৮,০০০ টাকা মাসিক বেতন, বোনাস, অবসরের পর ৩ লক্ষ টাকা পি এফ, পেনশন, স্বাস্থ্যসাথী সহ সামাজিক সুরক্ষার দাবি উত্থাপন করা হয়৷ প্রতিনিধিরা দাবিগুলির সমর্থনে ও রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হন এবং দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন৷ সম্মেলনে বক্তব্য রাখেন সারা বাংলা ওয়াটার ক্যারিয়ার সুইপার সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রাধারমণ দত্ত, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষে কমরেড দীপক চৌধুরী৷ সম্মেলন থেকে কমরেড প্রবীর দে–কে সভাপতি ও কমরেড দিলীপ বিশ্বাসকে সম্পাদক করে ১৯ জনের কমিটি গঠিত হয়৷

(গণদাবী : ৭১ বর্ষ ৩০ সংখ্যা)