কেন্দ্রীয় সরকার ১ এপ্রিল থেকে ব্লাড সুগার, ব্লাড প্রেসার, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড সহ ৮০০টিরও বেশি অত্যাবশ্যক জীবনদায়ী ওষুধের দাম আবার অস্বাভাবিক ভাবে বাড়িয়ে দিয়েছে। এর প্রতিবাদে সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে ৪ এপ্রিল তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখানো হয়। পরে তাঁদের স্মারকলিপি দেওয়া হয়। নেতৃত্ব দেন সংগঠনের জেলা আহ্বায়ক রামচন্দ্র সাঁতরা, প্রণব মাইতি, ডাঃ জয়দেব ঘড়া, দীপক জানা, নারায়ণ বর্মন, অর্জুন ঘোড়ই প্রমুখ।
তাঁরা আরও দাবি তোলেন, তাম্রলিপ্ত মেডিকেল কলেজে আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এ’ রে ও ইসিজি-র ব্যবস্থা প্রতিদিন চালু রাখতে হবে, এই হাসপাতালে পর্যাপ্ত সংখ্যায় নার্স এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে এবং হোমিওপ্যাথি বিভাগ চালু করতে হবে। ওষুধের দামবৃদ্ধি সহ সরকারি স্বাস্থ্যব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার বিরুদ্ধে সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন নাগরিককে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।