Breaking News

ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের দ্বিতীয় রাজ্য সম্মেলন

আইসিডিএস কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মীর স্বীকৃতি, সরকারি কর্মীর ন্যায় বেতন, সামাজিক সুরক্ষার বন্দোবস্ত, সেন্টারের নামে সিম কার্ড সহ অ্যান্ড্রয়েড ফোন সেট প্রদান, বাজারদর অনুযায়ী জ্বালানি ও সব্জিবিল দেওয়া সহ প্রকল্পটির সামগ্রিক উন্নয়নের দাবিতে এআইইউটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুরের মেছেদায় বিদ্যাসাগর হলে। ৭৫০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস, স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার উপদেষ্টা অনুরূপা দাস, অমল মাইতি, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন, পশ্চিমবঙ্গ পৌরস্বাস্থ্যকর্মী (কন্ট্রাকচুয়াল) ইউনিয়নের যুগ্মসম্পাদিকা কেকা পাল, সভানেত্রী রুনা পুরকাইত, সারা বাংলা মিড-ডে মিল ইউনিয়নের যুগ্মসম্পাদিকা মনোরমা হালদার প্রমুখ। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত। সম্মেলন থেকে পূর্ণিমা দণ্ডপাটকে সভাপতি ও মাধবী পণ্ডিতকে সম্পাদিকা করে ৯২ জনের রাজ্য কমিটি গঠিত হয়।