Breaking News

এ আই ডি ওয়াই ও-র সর্বভারতীয় যুব শিবির

ঝাড়খণ্ডের ঘাটশিলায় মার্ক্সবাদ-লেনিনবাদ শিবদাস ঘোষের চিন্তাধারা অনুশীলন কেন্দ্রে ২৭-২৯ সেপ্টেম্বর এআইডিওয়াইও-র উদ্যোগে তিন দিন ব্যাপী সর্বভারতীয় যুবশিবির অনুষ্ঠিত হয়। এতে ছয় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

মার্ক্সবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের ‘যুবসমাজের প্রতি’ ও ‘সাম্প্রদায়িকতা প্রসঙ্গে’ এই দুটি বই নিয়ে সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রামানজানাপ্পা আলদাল্লি ও বর্তমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক অমরজিৎ কুমার আলোচনা করেন। তারপর প্রতিনিধিদের রাজ্যগতভাবে আটটা গ্রুপে ভাগ করে প্রশ্নভিত্তিক আলোচনা পরিচালিত হয়। সর্বভারতীয় কমিটির সহ সভাপতি জি শশী কুমার ‘প্রত্যেকটি সামাজিক সমস্যায় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা কেন’– সে বিষয়ে একটি ভিডিও সহযোগে আলোচনা করেন। তৃতীয় দিনে সব প্রশ্ন একত্রিত করে মূল আলোচনা করেন এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পলিটবুরো সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সম্পাদিকা কমরেড প্রতিভা নায়ক। শিবিরে নানা ধরনের খেলা ও বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক সংগঠনগুলির পক্ষ থেকে নাটক, সমবেত সঙ্গীত পরিবেশিত হয়। এ ছাড়া পোস্টার লেখা, সংগঠনের গান, দেওয়াল লিখন, মোবাইল ফটোগ্রাফির ওয়ার্কশপ হয়। শিবির পরিচালনা করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি নিরঞ্জন নস্কর।