সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার দাবিতে ১৩ মে রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবনে প্রবল বিক্ষোভ দেখায় এ আই ডি এস ও। ৬০০-র বেশি ছাত্র-ছাত্রীর এই বিক্ষোভে পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। প্রায় দু’ঘণ্টা বিকাশ ভবনের গেট অবরুদ্ধ করে চলে বিক্ষোভ। বিক্ষোভে নেতৃত্ব দেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায়।
তিনি বলেন, দুর্নীতিমুক্ত নিয়োগ অবিলম্বে শুরু না হলে আরও হাজার হাজার স্কুল নতুন করে বন্ধ হয়ে যাবে। কলেজ স্তরে ভর্তি অবিলম্বে শুরু করা, কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে করা, থ্রেট কালচার বন্ধ করা ও কেন্দ্রীয় বিজেপি সরকারের জাতীয় শিক্ষানীতি এই রাজ্যে চালু না করার দাবি জানান তিনি। রাজ্য সরকারের শিক্ষার বেসরকারিকরণের প্রচেষ্টার তিনি তীব্র বিরোধিতা করেন। প্রবল বিক্ষোভের চাপে শিক্ষা দপ্তরের সচিব সংগঠনের রাজ্য কোষাধ্যক্ষ সুরজিৎ সামন্তের নেতৃত্বে চারজনের প্রতিনিধি দলের সাথে দেখা করেন। তাঁরা গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থার ভগ্নদশা তুলে ধরেন। সচিব বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৩৬ সংখ্যা ১৮ এপ্রিল ২০২৫ এ প্রকাশিত