‘‘দলের মুখপত্র শুধু যৌথ প্রচারক ও যৌথ আন্দোলনকারী নয়, যৌথ সংগঠক। আন্দোলনের সম্প্রচারের ক্ষেত্রে, বিভিন্ন বিষয়ে চিন্তার ঐক্য সংহতি গড়ে তুলতে মুখপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” –ভি আই লেনিন (হোয়ার টু বিগিন, ১৯০১)
১ ফেব্রুয়ারি কলকাতায় এসইউসিআই (কমিউনিস্ট)-এর উর্দু মুখপত্র ‘মোর্চা’র আবার যাত্রা শুরু হল। পত্রিকাটি ২০০৮ সালে প্রথম প্রকাশিত হলেও কয়েকটি সংখ্যার পর এর প্রকাশ ব্যাহত হয়। অথচ, সমাজের নানা স্তরে দলের বিস্তার ঘটছে। এমতাবস্থায় উর্দুভাষী জনগণের মধ্যে কমিউনিস্ট আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার জরুরি প্রয়োজনীয়তা দেখা দেয়। দলের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া সত্ত্বেও অতিমারিজনিত পরিস্থিতিতে তা ফলপ্রসূ হতে পারেনি। ওই দিন দলের কেন্দ্রীয় দপ্তরে এর আনুষ্ঠানিক প্রকাশ ঘটল। পত্রিকাটি প্রকাশ করেন দলের পলিটবুরো সদস্য ও পশ্চিমবঙ্গরাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। উপস্থিত ছিলেন কলকাতা জেলা সম্পাদক কমরেড সুব্রত গৌড়ী সহ অন্যান্য নেতৃবৃন্দ।