Breaking News

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর বইপত্র নিয়ে ব্যাপক আগ্রহ কর্ণাটকের মানুষের

কর্ণাটকের মাণ্ড্য জেলায় ২০-২২ ডিসেম্বর কন্নড় সাহিত্য পরিষদ আয়োজিত ৮৭তম কন্নড় সাহিত্য সম্মেলনে এআইডিওয়াইও একটি বুকস্টলের আয়োজন করে। স্টলে দল সহ ছাত্র যুব মহিলা শ্রমিক ও কৃষক সংগঠনের প্রকাশিত বইপত্রের প্রদর্শনী হয়। নেতাজি, ভগৎ সিং, ক্ষুদিরাম প্রমুখ স্বাধীনতা সংগ্রামী, বিদ্যাসাগর, সাবিত্রীবাঈ ফুলে, কুদমল রঙ্গরাও সহ নবজাগরণের মনীষী এবং মাদাম কুরি, আইনস্টাইন, পি সি রায়ের মতো বিজ্ঞানীদের জীবনসংগ্রাম সংক্রান্ত বই বিপুল সংখ্যায় বিক্রি হয়। শরৎচন্দ্রের মূল্যায়ন, মার্ক্সবাদ ও মানবসমাজের বিকাশ, ১৫ আগস্ট ও গণমুক্তি প্রসঙ্গে, সাম্প্রদায়িক সমস্যা প্রসঙ্গে এবং এ যুগের অন্যতম মার্ক্সবাদী চিন্তানায়ক ও সর্বহারার মহান নেতা শিবদাস ঘোষের জীবনসংগ্রাম সংক্রান্ত বইপত্র সংগ্রহে সম্মেলনে আসা মানুষের গভীর আগ্রহ কর্মীদের প্রবল উৎসাহিত করে।