স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এ রাজ্যে তাদের এটিএম থেকে ৪ হাজারেরও বেশি কর্মী ‘কেয়ারটেকার’ ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। এর বিরোধিতা করে এআইইউটিইউসি অনুমোদিত ব্যাঙ্কের কন্ট্রাক্ট কর্মীদের সংগঠন ‘কন্ট্রাকচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম’ সহ অন্যান্য কয়েকটি ইউনিয়ন ১৯ অক্টোবর এটিএম-এ ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোথাও কোথাও পুলিশ দিয়ে এটিএম খুলতে চাইলে কর্মীরা তা প্রতিরোধ করেন। ধর্মঘট সফল করার জন্য ফোরামের সাধারণ সম্পাদক নারায়ণ পোদ্দার, এবং ‘ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, পশ্চিমবঙ্গ’-এর সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর দাস ধর্মঘটী কেয়ারটেকার সহ সমস্ত ব্যাঙ্ক কর্মচারী এবং গ্রাহকদের অভিনন্দন জানিয়েছেন।