এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর় পক্ষ থেকে এসএসসি দুর্নীতিতে জড়িত মন্ত্রী-আমলাদের গ্রেফতার, অবৈধভাবে নিয়োগ পাওয়া শিক্ষকদের বরখাস্ত করা, প্যানেলভুক্তদের দ্রুত নিয়োগ এবং নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করার দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
কল্যাণীঃ নদীয়া জেলার কল্যাণী মেইন স্টেশন থেকে ২৩ মে একটি মিছিল সহকারী শিক্ষা পরিদর্শকের দপ্তরে বিক্ষোভ দেখায় এবং ডেপুটেশন দেওয়া হয়। ২০ মে হাজরা মোড়ে আন্দোলনকারীদের উপর পুলিশের বর্বরোচিত আক্রমণেরও প্রতিবাদ জানানো হয়। ডেপুটেশনে নেতৃত্বদেন দলের কল্যাণী আঞ্চলিক কমিটির সম্পাদক চন্দন চক্রবর্তী। উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য অঞ্জন মুখার্জী।
হাওড়াঃ এসএসসি-র মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে মধ্যশিক্ষা পর্ষদ অফিসে বিক্ষোভ কর্মসূচিতে এস ইউ সি আই (সি) নেতা-কর্মীদের ওপর অন্যায় পুলিশি হামলা ও গ্রেফতারের বিরুদ্ধে হাওড়ার রামরাজাতলা বাজারে ২৫ মে প্রতিবাদ মিছিল হয়।
তমলুকঃ ২০ মে পূর্ব মেদিনীপুরের তমলুকে বিক্ষোভ হয়।