Breaking News

এসএসসি দুর্নীতিতে বঞ্চিত সব চাকরি-প্রার্থীকে নিয়োগ করতে হবে

 

এসএসসি পাশ করা প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের বেআইনি নিয়োগের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এআইডিওয়াই-র বিক্ষোভ। ১৪ মে

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-সি পদে নিয়োগে দুর্নীতির তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে এস ইউ সি আই (সি)-র রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ১৪ মে এক বিবৃতিতে বলেন,

গ্রুপ-সি পদে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সম্পর্কে হাইকোর্ট নিযুক্ত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ৩৮১ জনের বেআইনি নিয়োগ প্রমাণিত হয়েছে, ২২২ জন লিখিত পরীক্ষায় পাশ না করায় মৌখিক পরীক্ষায় বসতে পারেননি এবং বাকিদের ক্ষেত্রেও নানা অনিয়ম আছে। অর্থাৎ কমিশন গ্রুপ-সি ও ডি এবং নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে চরম দুর্নীতি করেছে। এই দুর্নীতির সাথে কমিশনের তৎকালীন উপদেষ্টা এবং মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি সহ আরও অনেক উচ্চপদস্থ আধিকারিকের নাম জড়িয়ে আছে। এই ঘটনা প্রমাণ করল মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও তৃণমূল পূর্বতন সরকারগুলির এমন দুর্নীতির ধারাবাহিকতায় অনেক ধাপ এগিয়ে গেছে।

আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। যাঁদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে তা অবিলম্বে কার্যকর করার দাবি করছি। সব বেআইনি নিয়োগ বাতিল করে প্যানেলভুক্ত বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবি করছি।

গণদাবী ৭৪ বর্ষ ৩৯ সংখ্যা ২০ মে ২০২২