এসএসসিতে নিয়োগে দুর্নীতির প্রতিবাদে এবং এসএলএসটি-তে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগের দাবিতে ২২ ফেব্রুয়ারি আনএমপ্লয়েড ইয়ুথ স্ট্রাগল কমিটির পক্ষ থেকে এসএসসি দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো ও চেয়ারম্যানকে ডেপুটেশন দেওয়া হয়।
বিক্ষোভ সভায় সংগঠনের রাজ্য সম্পাদক সঞ্জয় বিশ্বাস বলেন, গতকাল মহামান্য কলকাতা হাইকোর্ট শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতে এসএলএসটি-তে শিক্ষক নিয়োগ বাতিল করল। এই ঘটনা প্রমাণ করল যে এসএলএসটি-তেও মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ হয়নি। এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি-র মতো এসএলএসটি-র ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। অবিলম্বে এই দুর্নীতিপূর্ণ তালিকা বাতিল করে আন্দোলন ও অনশনরত এস এল এস টি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে মেধা তালিকার ভিত্তিতে দ্রুত নিয়োগ করতে হবে। অবিলম্বে সরকারের উচিত অনশন স্থলে গিয়ে সমস্যার সমাধান করা। সংগঠনের রাজ্য সম্পাদকের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল এসএসসি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দেয়। জেলায় জেলায় বিক্ষোভের ডাক দেওয়া হয়।