এসএসসি চাকরিপ্রার্থীদের উপর পুলিশি আক্রমণের নিন্দা

এসএসসি আপার প্রাইমারি নিয়োগ প্রার্থীদের উপর পুলিশি আক্রমণের তীব্র নিন্দা করে এস ইউ সি আই (সি) রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ২৩ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, এসএসসি আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের মধ্যে মেধাতালিকা ভুক্ত ১৪৫৬২ জনের নিয়োগের জন্য গত ২৮ আগস্ট হাইকোর্ট রায় দিয়েছিল। তা সত্ত্বেও এখনও স্কুল শিক্ষা দফতর নিয়োগের নোটিশ জারি করেনি।

হাইকোর্টের রায় সত্ত্বেও কেন নোটিফিকেশন হল না তা আমাদের বোধগম্য নয়। ২০১৪ সাল থেকে ১০ বছর তাঁরা অপেক্ষা করছেন। ফলে অন-স্পট নিয়োগের দাবিতে ২৩ সেপ্টেম্বর চাকরি প্রার্থীরা সল্টলেকের আচার্য ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন।

বিক্ষোভের সময় পুলিশ যেভাবে হবু শিক্ষকদের টানাহ্যাঁচড়া করে, চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছে, মহিলাদের পোশাক ছিঁড়ে দিয়েছে, আমরা তার তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে তাঁদের নিয়োগের দাবি করছি।