২০১৬ সালের এসএলএসটি শিক্ষক-শিক্ষাকর্মীদের উপর পুলিশি অত্যাচারের তীব্র নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন,
২০১৬ এসএলএসটি শিক্ষক-শিক্ষাকর্মীদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত। শিক্ষকদের মধ্যে যোগ্য-অযোগ্য পার্থক্য করার দায়িত্ব রাজ্য সরকারের। তা না করার ফলে হাজার হাজার যোগ্য শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ডুবে গেছে। যোগ্যশিক্ষকদের চাকরি বহাল রাখার দাবির প্রতি সহমর্মিতা না দেখিয়ে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে সরকার তাঁদের উপর পুলিশি অত্যাচার নামিয়ে আনল। আমরা এর তীব্র নিন্দা করছি। আমাদের দাবি অবিলম্বে সরকারকে যোগ্য-অযোগ্য পার্থক্য করে তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে।