Breaking News

এমবিবিএস পরীক্ষার্থীদের চূড়ান্ত হয়রানি ডিএসও–র আন্দোলনে দাবি আদায়

প্রতীকী ছবি

স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অপদার্থতায় এই বছর এম বি বি এস পরীক্ষার্থীরা ফর্ম ফিল আপ করতে গিয়েই চূড়ান্ত হয়রানির শিকার হলেন৷ ৪ ডিসেম্বর থেকে  এম বি বি এস পরীক্ষা শুরু হওয়ার কথা৷ এ বছর  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফর্ম ফিল আপ পুরোপুরি অনলাইনে করার নির্দেশ দিয়েছিল৷ পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে ফলপ্রকাশ পর্যন্ত পুরো দায়িত্ব তারা তুলে দিয়েছে একটি বেসরকারি কোম্পানির হাতে৷ অথচ ৩০ নভেম্বর ফর্ম ফিল আপ–এর শেষ দিনে গিয়ে দেখা যায় ওয়েবসাইটের সমস্যায় অর্ধেকের বেশি পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করতেই পারেননি৷ আতঙ্কিত পরীক্ষার্থীরা ওই দিন ডিএসও–র নেতৃত্বে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান৷ প্রথমে কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষপর্যন্ত যাঁরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেননি তাঁদের অফলাইনে ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়ার দাবি মেনে নিতে বাধ্য হন৷

এ আই ডি এস ও–র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ডাঃ মৃদুল সরকার বলেন, বেসরকারি সংস্থার হাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি তুলে দেওয়ার পর থেকে ডেন্টাল কলেজগুলিতে পরীক্ষার তিনমাস পরেও ফলপ্রকাশ হয়নি,  বেসরকারি হাতে বিশ্ববিদ্যালয়ের কাজ তুলে দেওয়া বন্ধ করার দাবি জানান তিনি৷

(গণদাবী : ৭১ বর্ষ ১৭ সংখ্যা)