কেন্দ্রীয় সরকার দ্বারা এমসিআই ভেঙে দিয়ে মেডিকেল শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসকারী অগতান্ত্রিক এনএমসি বিল চালুর প্রতিবাদে ১০ আগস্ট কলকাতার মৌলালি যুব কেন্দ্রে মেডিকেল সার্ভিস সেন্টার ও সার্ভিস ডক্টর্স ফোরামের আহ্বানে চিকিৎসক–মেডিকেল ছাত্রছাত্রী–সাধারণ মানুষের কনভেনশন অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন স্বনামধন্য চিকিৎসক, রাজ্যের প্রায় প্রতিটি মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও বিশিষ্টজনেরা৷
স্বাস্থ্য আন্দোলনের বিশিষ্ট নেতা ডাঃ অশোক সামন্ত, প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল, প্রখ্যাত আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত, মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডাঃ অংশুমান মিত্র, সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন৷ এনএমসি বিল চালু হলে মেডিকেল শিক্ষার স্বাধিকার নষ্ট হবে, সার্বিক বেসরকারিকরণের সিংহদুয়ার খুলে যাবে, চিকিৎসকদের মান নিম্নগামী হবে, চিকিৎসার খরচ বাড়বে এবং চিকিৎসার মানও ক্রমশ নিম্নমুখী হবে সে ব্যাপারে সকলেই একমত হন৷ কেন্দ্রীয় সরকার সারা দেশ জুড়ে চিকিৎসক সমাজের প্রতিবাদ অগ্রাহ্য করে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদের উভয় কক্ষে যেভাবে এনএমসি বিল পাশ করিয়ে নিল সেটা অত্যন্ত অগণতান্ত্রিক ও স্বৈরাচারী, বক্তারা তাকে তীব্র ধিক্কার জানান৷ বক্তারা দাবি করেন যে বিলটি পাশ হয়ে আইনে পরিণত হলেও মেডিকেল শিক্ষা ও জনস্বাস্থ্যের পরিপন্থী এই বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে৷
আন্দোলনকে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী করার উদ্দেশ্যে এই কনভেনশন থেকে ‘অ্যাকশন ফোরাম এগেনস্ট এনএমসি’ নামক একটি প্ল্যাটফর্ম গঠিত হয়৷ এই ফোরামের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন ডাঃ বিপ্লব চন্দ্র এবং ডাঃ অর্চিস্মান ভট্টাচার্য৷ এই রাজ্য সহ সারা দেশ জুড়ে এনএমসি–র বিরুদ্ধে জনমত গঠন এবং লাগাতার তীব্র আন্দোলন গড়ে তোলার শপথ গ্রহণ করে এই ফোরাম৷