এনআরসি-র বিরুদ্ধে সর্বত্র সোচ্চার হচ্ছে মানুষ

কলকাতা বিশ্ববিদ্যালয়

মধ্য কলকাতায় নাগরিক কমিটি গঠিত : ২৯ ডিসেম্বর কলাবাগানের ঠনঠনিয়া প্রাথমিক বিদ্যালয়ে কনভেনশনের মধ্য দিয়ে এনআরসি বিরোধী নাগরিকদের আঞ্চলিক আহ্বায়ক কমিটি গঠিত হয়৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলম মল্লিক ও গৌতম মাইতিকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ জনের কমিটি গঠিত হয়৷ সভায় উপস্থিত ছিলেন সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটির সহ সভাপতি জুবের রব্বানি, শিক্ষক মহম্মদ সুভান প্রমুখ৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ে সভা : এনআরসি এবং সিএএ প্রত্যাহার করার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখিত পত্র পাঠিয়েছেন৷ তারই ধারাবাহিকতায় ৩০ ডিসেম্বর কলকাতা ইউনিভার্সিটি এমপ্লয়িজ ইউনিয়নের আহ্বানে ছাত্র–শিক্ষক–কর্মচারী-আধিকারিকেদর একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় ইউনিয়নের সম্পাদক শুভেন্দু মুখার্জী বলেন, অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব সীমান্তরক্ষা বাহিনীর কিন্তু তারা ব্যর্থ৷ অনুপ্রবেশকারীদের চিহ্ণিত করার কথা গোয়েন্দা বাহিনীর, তারাও একইভাবে ব্যর্থ৷ এই ব্যর্থতাকে আড়াল করে অনুপ্রবেশ নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে কেন্দ্রের শাসক দল৷  তারা বলছে ১৩০ কোটি লোককে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে৷ যে সব নথি দেখাতে বলা হচ্ছে তা দেখানো অধিকাংশ সাধারণ মানুষের পক্ষে অসম্ভব৷ সভায় সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটির সহ–সম্পাদক অংশুমান রায় বলেন, এই আইন বিভাজনমূলক৷ বিজেপি নেতারা বলছেন দু’কোটি  অনুপ্রবেশকারী আছে৷ কিন্তু এটা সত্য নয়৷ স্বরাষ্ট্র মন্ত্রকের প্রদত্ত তথ্যানুযায়ী প্রকৃত অনুপ্রবেশকারীর সংখ্যা ৩১ হাজার ৩১৩ জন৷ সভায় সাম্পান সঙ্গীত গোষ্ঠী সাম্প্রদায়িকতাবিরোধী সঙ্গীত পরিবেশন করে৷

বেলগাছিয়ায় কনভেনশন : ২ জানুয়ারি কলকাতার বেলগাছিয়া চকবাজারে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষক ইশতিয়াক আহমেদ জিলানি৷ বক্তব্য রাখেন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু বরকত জিলানি, সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটির সহসভাপতি জুবের রব্বানি, সারা ভারত উলেমা বোর্ডের জাতীয় সহসম্পাদক গোলাম রব্বানি, বিশিষ্ট আইনজীবী তৌসিফ আহমেদ খান, মৌলানা হজরত আব্দুর রহমান জামি প্রমুখ৷ উপস্থিত ছিলেন এলাকার বিপুল সংখ্যক মানুষ৷ কনভেনশন থেকে এনআরসি বিরোধী একটি কমিটি গঠিত হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ২২ সংখ্যা)

 

39 comments

  1. Pingback: zithromax tablets

  2. Pingback: cost of ivermectin 1% cream

  3. Pingback: sildenafil online no prescription

  4. Pingback: how much is plaquenil pill

  5. Pingback: natural viagra

  6. Pingback: purchasing cialis

  7. Pingback: cialis 5mg dosage

  8. Pingback: viagra on line

  9. Pingback: meritkiing

  10. Pingback: elexusbet

  11. Pingback: Eurocasino

  12. Pingback: madridbet

  13. Pingback: meritroyalbet

  14. Pingback: eurocasino

  15. Pingback: eurocasino

  16. Pingback: canada cialis paypal

  17. Pingback: zithromax cost uk

  18. Pingback: meritroyalbet

  19. Pingback: generic viagra 200mg

  20. Pingback: best tadalafil prices

  21. Pingback: meloxicam contraindications in animals

  22. Pingback: tadalafil price comparison

  23. Pingback: cefdinir resistance

  24. Pingback: cefpodoxime

  25. Pingback: azithromycin classification

  26. Pingback: cephalexin generic

  27. Pingback: keflex hose

  28. Pingback: augmentin similac

  29. Pingback: amoxil

  30. Pingback: cefdinir generation

  31. Pingback: medication erythromycin

  32. Pingback: cefdinir cost

  33. Pingback: meritroyalbet

  34. Pingback: madridbet

  35. Pingback: meritroyalbet

  36. Pingback: child porn

  37. Pingback: grandpashabet

  38. Pingback: child porn

  39. Pingback: fuck google