Breaking News

এনআরসি-র বিরুদ্ধে পুরুলিয়া জেলা কনভেনশন

 

সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটির পুরুলিয়া শাখার উদ্যোগে নাগরিকত্ব হরণ ও বিভেদ সৃষ্টিকারী এনআরসি, সিএএ, এনপিআর প্রতিরোধে ৯ ফেব্রুয়ারি পুরুলিয়া শহরে জে কে কলেজ রোডের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় নাগরিক কনভেনশন। কনভেনশনে এনআরসি, সিএএ, এনপিআর বিরোধী প্রস্তাবের সর্মথনে বক্তব্য রাখেন শতাধিক নাগরিক। প্রধান বক্তা ছিলেন সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটির সহ সভাপতি সৌরভ মুখার্জী। এনআরসির বিরুদ্ধে পুরুলিয়া জেলা জুড়ে দীর্ঘস্থায়ী সংগঠিত আন্দোলন গড়ে তুলতে অ্যাডভোকেট পিনাকীরঞ্জন রক্ষিতকে সভাপতি এবং স্বদেশপ্রিয় মাহাতকে সম্পাদক করে ৪৪ জনের পুরুলিয়া জেলা এনআরসি বিরোধী নাগরিক কমিটি গঠিত হয়।

(গণদাবী : ৭২ বর্ষ ২৮ সংখ্যা)