এনআরসি–র নামে আসামে লক্ষ লক্ষ মানুষেরনাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্তের বিরুদ্ধে
দেশ জুড়ে বিক্ষোভ, মিছিল, ধরনা, জনসভা
এনআরসি’র নামে আসামের ১৯ লক্ষাধিক মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে চক্রান্ত উগ্রপ্রাদেশিকতাবাদী– শক্তির নির্দেশে কেন্দ্রের বিজেপি সরকার চালাচ্ছে তার বিরুদ্ধে এস ইউ সি আই (সি) ৫ সেপ্টেম্বর সারা ভারত প্রতিবাদ দিবস পালন করে৷ এদিন আসামে করিমগঞ্জ জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখানো হয়৷ দাবি ওঠে, বহু বছর ধরে আসামে বসবাসকারী ১৯ লক্ষেরও বেশি মানুষের নাগরিকত্ব নিয়ে ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে, উপস্থিত জনসাধারণের সম্মুখে দলের করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক কমরেড অরুণাংশু ভট্টাচার্য বলেন, বিজেপি সরকার অসৎ উদ্দেশ্য নিয়ে এই এনআরসি প্রকাশ করার পদক্ষেপ নিয়েছে৷ বাদ যাওয়া নাগরিকদের মধ্যে প্রায় ১০ লক্ষ হিন্দু হওয়ায় আসাম সরকারের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এনআরসি–র কোর্ডিনেটর প্রতীক হাজেলার উপর সমস্ত দোষ চাপিয়ে সরকারের দায় অস্বীকার করেছেন৷ অন্যদিকে আরএসএস–বিজেপি সরকার একশো আশি ডিগ্রি ডিগবাজি খেয়ে উগ্র সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে এনআরসি বাতিলের আওয়াজ তুলছে৷ শ্রমজীবী মানুষকে ভাগ করার অশুভ উদ্দেশ্য নিয়ে ভারতের অন্যান্য রাজ্যেও এনআরসি প্রস্তুত করার পদক্ষেপের বিরুদ্ধে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে এস ইউ সি আই (সি)৷ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিমল চক্রবর্তী, তুষার দাস, বিষ্ণুপদ দত্ত, রঞ্জিত চন্দ, পিকলু দাস, নন্দন কুমার নাথ, সুজিত কুমার পাল, সঞ্চিতা শুক্ল প্রমুখ৷