দেশ জুড়ে কর্মসংস্থানের আকাল। এই অবস্থায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএমগুলি থেকে সমস্ত কর্মী ছাঁটাই করে কর্মচারীবিহীন এটিএম করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। প্রথম দফায় এ রাজ্যের একটি শিফটের প্রায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর বিরুদ্ধে কন্ট্র্যাকচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরাম সহ চারটি শ্রমিক সংগঠন ২১ ডিসেম্বর কলকাতায় স্টেট ব্যাঙ্কের হেড অফিস ও শিলিগুড়ির আরবিও-তে বিক্ষোভ দেখায়। অফিসে ঢোকার সমস্ত গেট অবরুদ্ধ হয়ে যায়। ধরনা চলে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আন্দোলনের চাপে ব্যাঙ্ক কর্তৃপক্ষ আলোচনায় বসতে বাধ্য হন। চারটি ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ছাঁটাইয়ের সিদ্ধান্ত স্থগিত রাখার কথা ঘোষণা করেন।
ইউনিয়নের সভাপতি জগন্নাথ রায়মণ্ডল এবং সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র পোদ্দার বলেন, এই জয় আরও একবার প্রমাণ করল, সঠিক নেতৃত্বে গড়ে ওঠা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ন্যায়সঙ্গত দাবি আদায় করা সম্ভব। সংগঠনের পক্ষ থেকে এই জয়ে সংগ্রামী কেয়ারটেকার কর্মীদের অভিনন্দন জানিয়ে ছাঁটাইয়ের পরিকল্পনা পুরোপুরি বাতিল না করা পর্যন্ত আন্দোলন তীব্রতর করার আহ্বান জানান।