লকডাউন চলাকালে কন্ট্র্যাকচুয়াল ব্যাঙ্ক কর্মী, বিশেষত এটিএম কর্মীদের ২৪ ঘন্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে। কাজে না এলে ছাঁটাই এবং বেতন কাটার হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে কন্ট্র্যাকচুয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের সাধারণ সম্পাদক কমরেড নারায়ণ চন্দ্র পোদ্দার মুখ্যমন্ত্রী এবং ব্যাঙ্কগুলির কর্তৃপক্ষের কাছে ১০ এপ্রিল এক চিঠি দিয়ে দাবি করেন, ১) কর্মীদের কাজে যাতায়াতের জন্য পরিবহণের ব্যবস্থা করতে হবে। ২) কর্মীদের জন্য পিপিই, গ্লাভস, হ্যান্ড স্যানেটাইজার, মাস্ক-এর ব্যবস্থা করতে হবে। ৩) যেহেতু যে কোনও সময় তাঁরা সংক্রমিত হতে পারেন, তাই তাঁদের জন্য ৫০ লক্ষ টাকার বিমার ব্যবস্থা করতে হবে। ৪) লকডাউন চলাকালে তাঁদের কাজের সময় শুধুমাত্র ১০টা থেকে ২টা পর্যন্ত করতে হবে, কারণ বাইরে বেশি সময় থাকলে সংক্রমণ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।