70 Year 33 Issue 6 April, 2018
সারা বাংলা পরিচারিকা সমিতির উদ্যোগে মেদিনীপুরের এগরা শহরে ২৫ মার্চ অনুষ্ঠিত হয় পরিচারিকা সম্মেলন৷ সপ্তাহে একদিন ছুটি, উপযুক্ত মজুরি, শ্রমিকের স্বীকৃতি, সন্তানের শিক্ষা–চিকিৎসা, পেনশন ও প্রভিডেন্ট ফান্ড সহ ৮ দফা দাবিতে এই সম্মেলনে উপস্থিত ছিলেন ডাঃ নির্মলকুমার প্রধান, প্রধান বক্তা তথা সংগঠনের রাজ্য সভানেত্রী লিলি পাল, জেলা নেত্রী কল্পনা দাস ও অসীমা পাহাড়ী৷
লিলি পাল বলেন, কেন্দ্র এবং রাজ্যের কোনও সরকারই পরিচারিকাদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিচ্ছে না৷ আন্দোলনের মধ্য দিয়ে এই অধিকার আদায় করতে হবে৷ এই অসংগঠিত শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবিগুলি নিয়ে তাঁরা একদিকে যেমন আন্দোলন গড়ে তুলছেন, তেমনই এঁদের সন্তানদের শিক্ষা সহ নানান প্রশ্নে এঁদের পাশে থাকেন তাঁরা৷ সবিতা দাসকে সভানেত্রী, ভারতী রায়কে সহ সভানেত্রী এবং স্বপ্ণা মাইতি ও মীনা বেরাকে যুগ্ম সম্পাদিকা করে ১৫ জনের কমিটি গঠন করা হয়৷