১৯ ফেব্রুয়ারি সারা বাংলা পরিচারিকা সমিতির পূর্ব মেদিনীপুর এগরা শাখার উদ্যোগে শতাধিক পরিচারিকা সুসজ্জিত মিছিল করে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেয়। সারা বছর বিনামূল্যে রেশনে পর্যাপ্ত চাল- গম সরবরাহ, সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের অধিকার, সাপ্তাহিক ছুটি ও শ্রমিকের স্বীকৃতি, মাসে ৭৫০০ টাকা অনুদান, মদ ও মাদক দ্রব্য নিষিদ্ধ করা প্রভৃতি দাবিতে ডেপুটেশনে যান সমিতির সভানেত্রী সবিতা দাস ও যুগ্ম সম্পাদিকা স্বপ্না জানা ও মীনা সাউ। এসডিও দাবিগুলোর় যৌক্তিকতা মেনে নেন এবং রেশন দেওয়ার ব্যবস্থা যথাসাধ্য চেষ্টা করবেন এবং অন্যান্য দাবিগুলিও পূরণের চেষ্টা করবেন বলে জানান। তারপর মিছিল ত্রিকোণ পার্ক পর্যন্ত আসে। সমিতির জেলা নেত্রী অসীমা পাহাড়ি বলেন, করোনাকালে পরিচারিকাদের কাজ বন্ধ হয়ে গেছে, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও তারা পূর্বের মতো কাজ পাননি। আবার রেশনে খাদ্যশস্য কমিয়ে দেওয়ার কারণে তাদের খুবই কষ্টের মধ্যে দিন যাপন করতে হচ্ছে। রাজ্য জুড়ে সমিতির দাবিগুলি এসডিও, বিডিও, ডিএম-এর কাছে জানানো হচ্ছে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।