এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১৫ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন,
গত কাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ যেভাবে ‘এক রাষ্ট্র এক ভাষা’র পক্ষে সওয়াল করে হিন্দিকে জাতীয় ভাষা হিসেবে স্থাপন করার কথা বলেছেন, তা অবাস্তব ও অনৈতিহাসিক শুধু নয়, অত্যন্ত বিপজ্জনক৷ হিন্দি সহ সকল ভাষাই যেহেতু দেশের জনগণের ভাষা, তাই আমরা কোনও ভাষার বিরোধী তো নয়ই বরং সকল ভাষার বিকাশের পক্ষপাতী৷ কিন্তু ইংরেজির মতো উন্নত আন্তর্জাতিক ভাষা যখন ভারতেরই একটি ভাষা, সেজন্য আমরা বরাবর মাতৃভাষা এবং সকল ভাষাভাষী জনগণের মধ্যে ও প্রশাসনিক কাজকর্মে সংযোগকারী ভাষা হিসেবে ইংরেজি– এই দ্বি–ভাষা নীতির কথাই বলেছি এবং আজও তাকেই যথার্থ বলে মনে করি৷ ভারতবর্ষের মতো একটি বহু ভাষাভাষী মানুষের দেশে কোনও ভাষাকেই অপরাপর ভাষাভাষী জনগোষ্ঠীর ওপর চাপিয়ে দেওয়া যায় না, তা দিলে জনগণের মধ্যে তা অবধারিতভাবে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে, জনগণের ঐক্য ও সংহতিতে গুরুতর আঘাত হানবে৷ এ দেশে হিন্দি চাপিয়ে দেওয়ার সরকারি প্রচেষ্টার বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলনের ঘটনা সকলেই জানেন৷ ফলে আমরা মনে করি, অমিত শাহের অভিমত দুরভিসন্ধিমূলক ও জনগণের ঐক্য–সংহতির বিরোধী৷