৯ মার্চ বেগুসরাইয়ে দিনকর কলাভবনে এআইডিওয়াইও-র চতুর্থ বিহার রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। বেগুসরাই স্টেশন থেকে যুব প্রতিনিধিদের সুদৃশ্য মিছিল নানা পথ ঘুরে কলাভবনে পৌঁছায়।
সেখানে প্রকাশ্য অধিবেশনে স্বাগত ভাষণ দেন অভ্যর্থনা কমিটির সভাপতি প্রখ্যাত নৃত্য পরিচালক অধ্যাপক সুদামা প্রসাদ। বক্তব্য রাখেন অভ্যর্থনা কমিটির সম্পাদক মণিকান্ত পাঠক, অধ্যাপক শিবশঙ্কর প্রসাদ সিং, অধ্যাপক রামচন্দ্র চন্দেশ, বিজয়কান্ত ঝা, সমাজকর্মী বি বি প্রকাশ, সন্তোষ কুমার ঈশ্বর, রবীন্দ্র কুমার নিরালা প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অরবিন্দ কুমার।
বক্তারা সামাজিক সমস্যা সমাধানে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান। আমন্ত্রিত বক্তা এস ইউ সি আই (সি)-র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিহার রাজ্য সম্পাদক কমরেড অরুণ সিং তাঁর বক্তব্যে দেখান, বেকার সমস্যা, মূল্যবৃদ্ধি, দুর্নীতি ইত্যাদি সমস্যার উৎস পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা। পুঁজিবাদ উচ্ছেদের লক্ষ্যে আন্দোলন পরিচালনার আহ্বান জানান তিনি। বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক কমরেড অমরজিৎ কুমার, পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি কমরেড অঞ্জন মুখার্জী। মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের পূর্বতন সাধারণ সম্পাদক কমরেড প্রতিভা নায়ক।
সম্মেলনে ৩১ সদস্য বিশিষ্ট বিহার রাজ্য কাউন্সিল গঠিত হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন কমরেড সরোজ কুমার সুমন, সম্পাদক কমরেড বিকাশ কুমার।