Breaking News

এআইডিওয়াইও-র দিল্লি রাজ্য সম্মেলন

২৩ ফেব্রুয়ারি দিল্লির বুরাড়িতে অনুষ্ঠিত হল এআইডিওয়াইও-র ষষ্ঠ রাজ্য সম্মেলন। দূষণ রোধে অবিলম্বে বহু সংখ্যক বৃক্ষরোপণ, দিল্লির সমস্ত কর্মহীনদের জন্য কাজের ব্যবস্থা, ঠিকাপ্রথা বাতিল করে স্থায়ী কাজ সহ যুবসমাজের নানা দাবি নিয়ে সম্মেলনে গোটা রাজ্য থেকে ব্যাপক সংখ্যক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সম্মেলন উদ্বোধন করেন এসইউসিআই(সি)-র দিল্লি রাজ্য সম্পাদক প্রাণ শর্মা। শেষ অধিবেশনে সংগঠনের সাধারণ সম্পাদক অমরজিৎ বলেন, এআইডিওয়াইও শুধু কিছু দাবি তুলছে না, এই অসুস্থ সমাজব্যবস্থাকে বদলানোর জন্য যুবদের মধ্যে প্রস্তুতি গড়ে তুলতে এই সংগঠন বদ্ধপরিকর। বক্তব্য রাখেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিব্যেন্দু মাইতি প্রমুখ। সম্মেলন থেকে ঋতু অসওয়ালকে সভানেত্রী ও মৌসম কুমারীকে সম্পাদক নির্বাচিত করা হয়।