এআইডিওয়াইও-র ডাকে ওড়িশা বিধানসভা অভিযান

কেন্দ্রীয় ও রাজ্যের সমস্ত শূন্যপদে নিয়োগ, শ্রম নিবিড় শিল্প গড়া, বেকার ভাতা, মোবাইল ট্যারিফ কমানো, মদ নিষিদ্ধ সহ নানা দাবিতে ২৯ মার্চ ভুবনেশ্বরে পাঁচ শতাধিক যুবকর্মীর মিছিল ক্যান্টিন স্কোয়ার থেকে বিধানসভার সামনে পৌছে বিক্ষোভ দেখায়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমরেড নিরঞ্জন নস্কর, সর্বভারতীয় সম্পাদকমণ্ডলী সদস্য কমরেড মলয় পাল, রাজ্য সভাপতি কমরেড মানস পাল, সম্পাদক কমরেড কেদারনাথ সাহু, কমরেডস চৈতন মহারাণা, সুভাষ মল্লিক প্রমুখ নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।