ভারতের বুকে সংগ্রামী বামপন্থী ছাত্র আন্দোলনের ঝান্ডা বহন করে চলেছে অল ইন্ডিয়া ডিএসও। ২৮ ডিসেম্বর সংগঠনের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হল দেশের অন্নদাতাদের চলমান আন্দোলনে সংহতি ও সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে। ওই দিন কলকাতায় ৪৮ লেনিন সরণীর কেন্দ্রীয় অফিসের সামনে শহিদ বেদিতে মাল্যদান ও রক্তপতাকা উত্তরত্তোলন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ, মাল্যদান করেন রাজ্য সম্পাদক মণিশংকর পট্টনায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সৌরভ ঘোষ।
এরপর সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রক্তপতাকায় সুসজ্জিত, স্লোগানে মুখর শতাধিক ছাত্রছাত্রী মিছিল করে কলেজ স্কোয়ারে সমাবেশস্থলে যান। সেখানে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা বক্তব্য রাখেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার দাবি ওঠে। সভাপতিত্ব করেন সংগঠনের কলকাতা জেলা সভাপতি সুমন দাস। বক্তব্য রাখেন কলকাতা জেলা সম্পাদক কমরেড আবু সাঈদ। সমাবেশের মুখ্য বক্তা ছিলেন মণিশংকর পট্টনায়ক। সমাবেশে গণসঙ্গীত ও কবিতা পরিবেশন করেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। উত্তরপস্থিত ছাত্রছাত্রীরা শিক্ষার অধিকার রক্ষার শপথ বুকে নিয়ে ফিরে যান।