শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার সংগ্রাম গড়ে তুলতে এআইডিএসও-র পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার ছাত্রকর্মীদের নিয়ে ‘ছাত্র সমাজের স্বপ্ন, বাস্তবের সংকট ও সম্ভাবনা’ বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয় ২২ মে বেলদার নজরুল ভবনে।
প্রথমে ছাত্রছাত্রীরা বর্তমানে শিক্ষা ও সামাজিক সমস্যার বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রাখেন এবং আলোচনা করেন। পরে মূল আলোচনা করেন এআইডিএসও-র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায়, উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড ব্রতীন দাস, জেলা সভাপতি সায়ন্তন ওঝা সম্পাদক সন্দীপন জানা ও অন্য নেতৃবৃন্দ।
এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪২ সংখ্যা ৩০ মে – ৫ জুন ২০২৫ এ প্রকাশিত