এআইকেকেএমএস-এর সভা থেকে দিল্লিতে মহাসমাবেশের ডাক

বিজেপি সরকারের একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী কৃষক-খেতমজুর বিরোধী নীতি প্রতিরোধে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ১৪-১৫ জুন কলকাতায় এ আই কে কে এম এস-এর সর্বভারতীয় কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হল। মিটিংয়ে ১৮টি রাজ্য থেকে ১০৫ জন কাউন্সিল সদস্য অংশগ্রহণ করেন। কৃষক-খেতমজুরদের সমস্যা সহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যে রাজ্যে আরও শত শত গ্রাম কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। তার ভিত্তিতে কৃষিজীবী জনগণকে যুক্ত করে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তুলে ও ব্যাপক প্রচারের ঢেউ তুলে আগামী ২৩ সেপ্টেম্বর দিল্লির তালকোটরা স্টেডিয়ামে এক মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। মিটিংয়ে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করেন এবং দিল্লির কর্মসূচি সফল করার জন্য গৃহীত সিদ্ধান্ত নিজের রাজ্যে রূপায়ণে দৃঢ় মনোভাব প্রকাশ করেন। মিটিংয়ের সমাপ্তি অধিবেশনে সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড শংকর ঘোষ এই কর্মসূচির রাজনৈতিক তাৎপর্য ও গুরুত্ব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।

সামগ্রিক রাষ্ট্রীয় বাণিজ্য চালু, এমএসপি-কে আইনসঙ্গত করা, গ্রামীণ মজুরদের সারা বছরের কাজ ও বাঁচার মতো মজুরি, সারের কালোবাজারি বন্ধ করে সার, বীজ, তেল সহ সমস্ত কৃষি উপকরণ সস্তা দরে সরবরাহ, সংশোধিত বিদ্যুৎ বিল বাতিল করা, কৃষিঋণ মকুব ও গরিব কৃষক-মজুরদের পেনশনের ব্যবস্থা, দিল্লির কৃষক আন্দোলনে শহিদদের উদ্দেশ্যে সিংঘু বর্ডারে শহিদ স্তম্ভ তৈরি করা, খরা-বন্যা-ভাঙন প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, ধান পাট আলু সহ চাষির ফসল কেনার জন্য অঞ্চলে অঞ্চলে সরকারি উদ্যোগে কৃষি মান্ডি তৈরি ইত্যাদি দাবিতে আগামী ১৫ জুলাই দেশ জুড়ে দাবি দিবস পালনের ডাক দেওয়া হয় মিটিং থেকে।