ধান, পাট, গম, আলু সহ সমস্ত কৃষিপণ্যে এমএসপি আইনসঙ্গত করা, সস্তায় সার সহ সকল কৃষি উপকরণ সরবরাহ, বিনা সুদে গরিব চাষিদের ব্যাঙ্ক ঋণ, গ্রামীণ বেকারদের সারা বছরের কাজ ও মজুরি বৃদ্ধি, খরা বন্যা রোধ করে সব কৃষি জমিতে সেচের ব্যবস্থা ইত্যাদি দাবিতে ১৩ মে এআইকেকেএমএস-এর চতুর্থ নদীয়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড সেখ খোদাবক্স এবং দিল্লির কৃষক আন্দোলনের অন্যতম নেতা ও সংগঠনের সর্বভারতীয় সম্পাদক কমরেড শংকর ঘোষ। কমরেড মহিউদ্দিন মণ্ডলকে সভাপতি ও কমরেড কামালউদ্দিন সেখকে সম্পাদক করে ৫২ জনের জেলা কমিটি হয়।