৫ এপ্রিল বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হল এআইকেকেএমএস-এর তামিলনাড়ু রাজ্য কনভেনশন। ৬টি জেলা থেকে পাঁচ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। কনভেনশন অনুষ্ঠিত হয় পুডুকোট্টি জেলার এস কে এম সভাগৃহে।
উদ্বোধনী ভাষণে কৃষক নেতা কমরেড গোবিন্দ রাজন রাজ্যের কৃষক ও কৃষি-মজুরদের জ্বলন্ত সমস্যাগুলি তুলে ধরেন। সংগঠনের উপদেষ্টা কমরেড রঙ্গস্বামী রাজ্যের কৃষকদের শক্তিশালী সংগঠন গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
প্রধান বক্তা সংগঠনের সর্বভারতীয় সম্পাদক কমরেড শঙ্কর ঘোষ দেশের কৃষক ও কৃষি-মজুরদের লড়াই-সংগ্রাম গড়ে তোলার সুমহান ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে বলেন, সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষ যে পথ নির্দেশ করে গেছেন সেই পথ অবলম্বন করেই বর্তমানে পুঁজিবাদবিরোধী সংগ্রাম গড়ে তোলার দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে।
বিজেপি সরকার যে নয়া কৃষিনীতি গ্রহণ করতে চাইছে তিনি তার স্বরূপ বিশ্লেষণ করে গ্রামে গ্রামে কৃষক কমিটি গঠন ও স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করে তার বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। কমরেড গোবিন্দ রাজনকে সভাপতি ও কমরেড সুরুলী আন্দাভরকে সম্পাদক করে ১২ জনের রাজ্য সাংগঠনিক কমিটি গঠিত হয়। এই কমিটি আগামী নভেম্বর মাসে জেলায় জেলায় কৃষক বিক্ষোভ সংগঠিত করার পরিকল্পনা গ্রহণ করে।