তিনটি কৃষি আইন বাতিল ও বিদ্যুৎ আইন ২০২০ বাতিল সহ কৃষিপণ্যের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনসঙ্গত করার দাবিতে ২৬ অক্টোবর কিসান জাঠা মিছিল সংগঠিত করল অল ইন্ডিয়া কিসান খেতমজদুর সংগঠন। সারা দেশের পাশাপাশি এ রাজ্যের জেলায় জেলায় জাঠা মিছিল সংগঠিত হয়। ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত কিসান সংগ্রাম সপ্তাহের ডাক দিয়েছে কৃষক সংগঠন এআইকেকেএমএস। বিগত প্রায় এক বছর ধরে দিল্লির সিংঘু বর্ডারে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছে কৃষকরা।
এদিন কেশিয়াড়ী ব্লকের কানপুর এলাকা থেকে বাইক জাঠা মিছিল শুরু হয়। উত্তরপ্রদেশের লখিমপুরে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার ঘটনার তীব্র প্রতিবাদও জানানো হয় এ দিন। পাশাপাশি পেট্রোল, ডিজেল, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়।