Breaking News

এআইএমএসএস-এর সম্মেলন

ব্যারাকপুরঃএআইএমএসএস-এর উদ্যোগে নারী-শিশুর ওপর ক্রমবর্ধমান নির্যাতন ও নৃশংস খুন প্রতিরোধে এবং মদ ও মাদক ব্যবসা নিষিদ্ধ করার দাবিতে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে প্রথম ব্যারাকপুর জেলা সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হল ২১ ডিসেম্বর। শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কমরেড রত্না দত্তকে সভাপতি এবং কমরেড সাবিনা ইয়াসমিনকে সম্পাদক করে ৫৯ জনের কমিটি তৈরি হয়েছে।

নোনাকুড়িঃ পূর্ব মেদিনীপুর জেলার নোনাকুড়িরবল্লুক হাইস্কুলে দেড়শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে ২২ ডিসেম্বর অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিনিধি অধিবেশনে মূল প্রস্তাবের উপর আলোচনার পরে জেলা সভানেত্রী সিক্তা মাজী ও জেলা সম্পাদিকা প্রতিমা জানা বক্তব্য রাখেন। সংগঠনের উদ্দেশ্য ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন সংগঠনের সর্বভারতীয় কমিটির অন্যতম নেত্রী ডঃ মহুয়া নন্দ। ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বেলা পাঁজা এবং সবিতা সামন্ত। অপর্ণা ভৌমিককে সভানেত্রী, অঞ্জলী সামন্তকে সম্পাদিকা, অম্বিকা জানা সহসম্পাদিকা ও মঞ্জুরী মাইতিকে কোষাধ্যক্ষ করে ৩৬ জনের আঞ্চলিক কমিটি গঠিত হয়েছে। নারী নির্যাতন, মদ-মাদকের প্রসার ও অশ্লীলতা প্রসারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। সম্মেলনের শুরুতে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।