Breaking News

এআইএমএসএস-এর দার্জিলিং জেলা সম্মেলন

এআইএমএসএস-এর ৫ম দার্জিলিং জেলা সম্মেলন হল ৯ সেপ্টেম্বর। শুরুতে একটি সুসজ্জিত মিছিল এয়ারভিউ মোড় থেকে শুরু হয়ে বাঘাযতীন পার্কে এসে শেষ হয়। সেখানে প্রকাশ্য সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি কমরেড সুজাতা ব্যানার্জী এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সান্ত্বনা দত্ত। জিটিএস ক্লাব হলে প্রতিনিধি অধিবেশন অনুষ্ঠিত হয়। কমরেড শিখা নন্দীকে সভাপতি, কমরেড লুৎফা খাতুনকে সম্পাদক এবং কমরেড সুপ্রীতি পালকে কোষাধ্যক্ষ করে ১৫ জনের জেলা কমিটি সহ মোট ২৮ জনের জেলা কাউন্সিল গঠিত হয়।