Breaking News

এআইইউটিইউসি-র সম্মেলন

শিলিগুড়িঃ ১৮ ফেব্রুয়ারি শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-র পঞ্চম দার্জিলিং জেলা সম্মেলন অনুষ্ঠিত হল শিলিগুড়ি মহকুমা পরিষদের কনফারেন্স হলে। স্কিম ওয়ার্কার্স, পরিচারিকা, পরিবহণ, চা, ব্যাঙ্ক, বিড়ি, পেপার মিল সহ মোট ২২টি ক্ষেত্রের শ্রমিক-কর্মচারীরা এই সম্মেলনে প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। দেবাশীষ শর্মাকে সভাপতি এবং জয় লোধকে সম্পাদক করে ২৪ জনের জেলা কমিটি নির্বাচিত হয়। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাস।

বেলদাঃ ২৫ ফেব্রুয়ারি এআইইউটিইউসি পশ্চিম মেদিনীপুর (দক্ষিণ) সাংগঠনিক জেলার ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হল বেলদা শহরের নজরুল ভবনে। সম্মেলনে সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের তিন শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলন থেকে অনন্ত মাজিকে সভাপতি, পূর্ণ বেরাকে সম্পাদক করে ২০ জনের জেলা কমিটি গঠিত হয়।

রায়গঞ্জ

রায়গঞ্জঃ ৩ মার্চ রায়গঞ্জের ক্যারিটাস হলে অনুষ্ঠিত হল এআইইউটিইউসি-র উত্তর দিনাজপুর জেলা সম্মেলন। নানা ক্ষেত্রের তিন শতাধিক শ্রমিক সম্মেলনে অংশগ্রহণ করেন। গোপাল দেবনাথকে সম্পাদক ও দুলাল রাজবংশীকে সভাপতি নির্বাচিত করে ২৪ জনের উত্তর দিনাজপুর জেলা কমিটি গঠিত হয়।