Breaking News

উৎসবে উৎসাহ দিয়ে এখন স্কুল-কলেজ বন্ধ সরকারের আচরণ দায়িত্বজ্ঞানহীন — এ আই ডি এস ও

 

করোনা সংক্রমণে পুনরায় স্কুল-কলেজ বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত প্রসঙ্গে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়ক ৩ জানুয়ারি এক বিবৃতিতে বলেন,

করোনা সংক্রমণের হঠাৎ হার বৃদ্ধিকে সামনে রেখে রাজ্য সরকার নোটিশ দিয়ে পুনরায় স্কুল কলেজ বন্ধ রাখা সহ সাধারণ মানুষের জীবিকার সাথে যুক্ত অন্যান্য বহু ক্ষেত্রে যে বিধিনিষেধ আরোপ করল, তা অনিবার্য ছিল না। বাস্তবে রাজ্যের চিকিৎসক ও বিশেষজ্ঞ মহলের সাবধান বার্তায় কান না দিয়ে পানশালা, বার-রেস্তোরাঁ, শপিংমল প্রভৃতিকে ঢালাও ছাড় দিয়ে এরই মাঝে নির্বাচন, বড়দিন, বর্ষবরণ সহ নানা উৎসব ঘটা করে আয়োজিত হয়েছে। অনেক ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেই ছিলেন এগুলির উদ্বোধক। এই ভোটকেন্দ্রিক সস্তা জনপ্রিয় নীতির ফলেই রাজ্যে পুনরায় করোনার বাড়বাড়ন্ত এবং আবারও স্কুল কলেজে সম্পূর্ণ লকডাউন। এবারও কত ছাত্রছাত্রী শিক্ষার আঙিনা থেকে সরে যাবে, গবেষণার কাজ ব্যাহত হবে, তার জন্য কোনও উদ্বেগ সরকারের নেই। জনগণের জীবন জীবিকার সমস্যা আরও গভীর হবে। এর দায় নিশ্চিত ভাবেই সরকার নেবে না। আমরা সরকারের এই দায়িত্বজ্ঞানহীন আচরণকে নিন্দা জানাই। ১৫ বছরের ঊর্ধ্বে সবাইকে অতি দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করে যুদ্ধকালীন তৎপরতার সাথে শিক্ষা প্রতিষ্ঠান এবং জনজীবনকে স্বাভাবিক করার যাবতীয় ব্যবস্থার দাবি জানাই।

গণদাবী ৭৪ বর্ষ ২২ সংখ্যা ৭ জানুয়ারি ২০২২