আগামী বছরের জন্য পাটের দাম কুইন্টাল প্রতি ৩১৫ টাকা বাড়িয়ে কেন্দ্রীয় সরকার ৫৬৫০ টাকা ঘোষণা করেছে। এই দাম পাটচাষিদের সাথে সরকারের বিরাট প্রতারণা ছাড়া আর কিছু নয়! পাটের কুইন্টাল প্রতি উৎপাদন খরচ কমপক্ষে ৯ হাজার টাকা।
বছরের পর বছর লোকসানে চলা পাটচাষিদের দুর্দশার কথা, ১৮ জুলাই ২০২৪ এবং ১২ সেপ্টেম্বর ২০২৪ পাটের দাম নির্ধারণের প্রাইস কমিশনের মিটিং-এ সারা বাংলা পাটচাষি সংগ্রাম কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দিয়ে জানানো হয়েছিল। কমিটি সুস্পষ্টভাবে প্রাইস কমিশনকে বলেছিল, পাটের উৎপাদন খরচ কমপক্ষে ৯ হাজার টাকা কুইন্টাল ধরা হোক। সরকার কৃষকদের দাবি মানল না। সরকার নির্ধারিত এমএসপি উৎপাদন খরচের ৬৫ শতাংশও দিচ্ছে না। ডঃ স্বামীনাথন কমিটির সুপারিশ হল, এমএসপি হওয়া উচিত প্রকৃত উৎপাদন খরচের দেড়গুণ। সেই অনুযায়ী সরকার নির্ধারিত সহায়ক মূল্য কোনওমতেই ১৩ হাজার টাকা কুইন্টালের কম হতে পারে না। সরকারের পাটনীতির ফলে রাজ্যের ৪০ লক্ষ পাটচাষি বিপন্ন। লক্ষ লক্ষ চটকল শ্রমিক ও পাটশিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সরকারের নীতি।