এসইউসিআই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২২ মে এক বিবৃতিতে বলেন,
গত কয়েক বছরে যেভাবে পেট্রল-ডিজেলের দাম হু হু করে বেড়েছে, সেই তুলনায় সম্প্রতি কেন্দ্রীয় সরকার জ্বালানি তেলের উপর যে সামান্য কর কমিয়েছে আদতে তা সরকারের মুখরক্ষার বাহানা ছাড়া কিছুই নয়। ভারত সরকারের উচিত জ্বালানির উপর থেকে সমস্ত কর ও সেস তুলে নেওয়া এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যে ভাবে ঘন ঘন বাড়ছে তার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলা।
জনসাধারণ যাতে উৎপাদন খরচেই পেট্রল-ডিজেল সহ সমস্ত জ্বালানি পেতে পারে তা সরকারকে নিশ্চিত করার দাবি জানান তিনি। এরই সাথে সমস্ত স্তরের জনগণের কাছে তিনি ঐক্যবদ্ধ, সংগঠিত ভাবে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান, যাতে সরকারকে এই সঙ্গত দাবি মানতে বাধ্য করা যায়।