উপাচার্য নিয়োগ ও ছাত্র সংসদ নির্বাচনের দাবি এআইডিএসও-র

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণার দাবিতে অল ইন্ডিয়া ডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে জেলায় জেলায় বিক্ষোভ হয়। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ৯টি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন অবস্থায় রয়েছে। আরও দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হতে চলেছে। ফলে দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ায় প্রবল সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। এর প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারি সংগঠনের পক্ষ থেকে উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়। সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজভবনে আচার্যের কাছে এবং বিকাশ ভবনে উচ্চশিক্ষা দপ্তরে দাবিপত্র দেওয়া হয়। এর সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানানো হয়।

দেশ জুড়ে এক দিকে সরকারি শিক্ষা কেড়ে নেওয়া হচ্ছে, অন্য দিকে মুক্ত চিন্তার বাতাবরণ নষ্ট করে প্রশাসনিক কেন্দ্রিকরণের মধ্য দিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধিকার হরণ করা হচ্ছে। এর মধ্যে দিয়ে খুব সুপরিকল্পিত ভাবে চালু করা হচ্ছে এ দেশের কর্পোরেট স্বার্থবাহী শিক্ষা নীতি– জাতীয় শিক্ষানীতি ২০২০। এর প্রতিবাদে কলকাতার ২৭ ফেব্রুয়ারি শ্রদ্ধানন্দ পার্ক থেকে শুরু হয়ে ছাত্রছাত্রীদের একটি বিক্ষোভ মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সভায় পৌঁছয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে মেদিনীপুর শহর এবং তমলুক শহরে বিক্ষোভ সভা ও মিছিল হয়। পথসভা, প্রতিবাদ সভা হয় আরও বেশ কয়েকটি জেলায়।