প্রবল জলোচ্ছ্বাসের কারণে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানায় প্রশাসনের পক্ষ থেকে দামোদর নদী পারাপার বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু বৃত্তি পরীক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষকদের অনুরোধে নৌকা করে মাঝিরা পরীক্ষার্থীদের অপর পারে পৌঁছে দেয়। খবর পেয়ে পরীক্ষা গ্রহণকেন্দ্র অমরপুর উচ্চ বিদ্যালয়ে আচমকাই থানার বড়বাবু উপস্থিত হয়ে পরীক্ষা বন্ধ করার জন্য বলেন। পরিচালন কমিটির সদস্যরা তাঁকে জানান, এটি পর্ষদের রাজ্যস্তরীয় পরীক্ষা হওয়ায় এ ভাবে হঠাৎ তা বন্ধ করা যাবে না। সদস্যদের কাছ থেকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের কর্মকাণ্ড ও বৃত্তি পরীক্ষা সম্পর্কে সবটা শুনে পুলিশ সড়ক পথে পরীক্ষার্থীদের ওপারে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়।
কমিটির সদস্যরা সে খরচ বহনে অপারগ জানালে, বড়বাবু তাঁদের সে বিষয়ে ভাবতে বারণ করেন। পরীক্ষা শেষ হওয়ার পর থানা থেকে ফোন করে পরীক্ষার্থীদের নদী পেরনোর জন্য দ্রুত ঘাটে পাঠাবার অনুরোধ জানানো হয়। সেখানে পৌঁছে দেখা যায়, ছাত্রছাত্রীদের জন্য প্রশাসন লাইফ জ্যাকেটের ব্যবস্থা করেছে এবং শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্যই নৌকো পারাপারের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার তিন দিনের জন্যই এই ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে বহাল রাখা হয়। পরীক্ষার উদ্যোক্তা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের তরফ থেকে প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।