Breaking News

উত্তর ২৪ পরগণায় বিড়ি শ্রমিকদের শিক্ষাশিবির

70 Year 32 Issue 30 March 2018

এআইইউটিইউসি পরিচালিত বিড়ি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশনের আহ্বানে ১৩ই মার্চ গাইঘাটায় জেলার বিড়ি শ্রমিকদের শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়৷ শিবির পরিচালনা করেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও এআইইউটিইউসি–র সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অচিন্ত্য সিংহ৷  উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক ও এআইইউটিইউসি–র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অশোক দাস, সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও এআইইউটিইউসি–র রাজ্য কমিটির সদস্য কমরেড সনাতন দাস, জেলা সম্পাদক কমরেড প্রদীপ চৌধুরী, জেলা সম্পাদকমণ্ডলীর  সদস্য কমরেড গৌতম দাস ও কমরেড ননীবালা বিশ্বাস৷

গণসঙ্গীত ও আবৃত্তির মধ্য দিয়ে শিক্ষাশিবির  শুরু হয়৷ কমরেড অচিন্ত্য সিংহ বলেন, বিড়ি শ্রমিকদের জীবনের সমস্যা আজ দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সমস্যার সাথে যুক্ত৷

এই সমস্যার হাত থেকে মুক্তির পথ নির্দেশ মিলবে মার্কসবাদ–লেনিনবাদ শিবদাস ঘোষের চিন্তাধারার মধ্যে৷ শাসক শ্রেণি শ্রমিক ঐক্যকে ভাঙার জন্য সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে৷ এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে৷ কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানান৷